• সমগ্র বাংলা

গোপালপুরে তিন প্রজন্মের শিক্ষক বাণীতোষ চক্রবর্তীর জন্মোৎসব

  • সমগ্র বাংলা
  • ০২ জুলাই, ২০২২ ২০:১১:৫১

ছবিঃ সিএনআই

নূর আলম, (গোপালপুর)টাঙ্গাইল: শিক্ষার্থীর হাতে শিক্ষক খুন ও লাঞ্ছনার প্রতিবাদ স্বরুপ গোপালপুর কলেজের অবসরপ্রাপ্ত তিন প্রজন্মের শিক্ষক ও বাংলার সিংহপুরুষ খ্যাত সাহিত্যিক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর ৮০তম জন্মোৎসব পালন করলেন শিক্ষার্থীরা।

শুক্রবার আনন্দঘন সন্ধ্যায় সূতী ভি.এম.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বরেণ্য এ শিক্ষকের জমকালো জন্মোৎসব পালন ও শিক্ষকের মর্যাদা অক্ষুণ রাখার প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠানমালায় ছিল কবিতা আবৃত্তি, গান, স্মৃতিচারণ, নাটিকা, পুষ্পস্তবক ও ক্রেস্ট দিয়ে প্রিয় স্যারকে বরণ এবং কেককেটে জন্মোৎসবের আনন্দে মেতে উঠা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা ও অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, মঞ্জু চক্রবর্তী, কবি মামুন তরফদার, এসএম জাহিদুল ইসলাম ও আব্দুস ছাত্তার পলাশী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক কানিজ ফাতেমা রুমি ও শাহানুর আহম্মেদ সোহগ।

মন্তব্য ( ২)





image
image
  • company_logo