• সমগ্র বাংলা

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

  • সমগ্র বাংলা
  • ০২ জুলাই, ২০২২ ১৪:৪১:০২

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুর: সাভারে পিটিয়ে শিক্ষক হত্যা  নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে  শিক্ষক সমিতির ডাকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 এছাড়াও শিক্ষকদের দীর্ঘদিনের দাবি শতভাগ উৎসবভাতা প্রদান, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধন  শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন তারা৷

 বিক্ষোভ সমাবেশর বক্তব্য দেন বাংলাদেশ  শিক্ষক সমিতির দিনাজপুর জলা শাখার  সভাপতি আহসানুল হক মুকুল, সহ-সভাপতি ফজলুর রহমান, বুনু বিশ্বাস, সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদ, কাহারাল উপজেলার শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আলম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, পার্বতীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু এহিয়া, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুশন চদ্র, বিরামপুর উপজেলার শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক লাকমান হাকিম এবং সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক  মাসউদ আলমসহ অন্যান্যরা।

মন্তব্য ( ০)





  • company_logo