
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী ৮ জুলাই থেকে পালিত হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজ পালনে অংশ নিতে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার হজ সম্পর্কিত এক বুলেটিনে জানা যায়, শুক্রবার (১ জুলাই) রাত ২টা পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন যাত্রী সৌদি পৌঁছে গেছেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে গিয়েছেন ৩ হাজার ৩৮৫ জন মুসল্লি। বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন মুসল্লি হজ পালনে গিয়েছেন।
গত ৫ জুন বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা করে। ৩ জুলাই পর্যন্ত মুসল্লিরা হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের নিয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাসের ৯টি ফ্লাইট ছেড়ে গেছে।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে। ৪ আগস্ট পর্যন্ত হাজীরা বাংলাদেশে ফিরতে পারেবন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্কঃ বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক...
মোহাম্মদ জাহিদ, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্প...
বিনোদন ডেস্কঃ বলিউড ভাইজান সালমান খান টিভি অনুষ্ঠানেও সফল...
আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি আর সরবরাহ উদ্ব...
মন্তব্য ( ০)