• জাতীয়
  • লিড নিউজ

ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু

  • জাতীয়
  • লিড নিউজ
  • ০১ জুলাই, ২০২২ ১১:১০:১৭

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি হচ্ঠেছ ৫ জুলাইয়ের টিকিট।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই স্টেশনে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি। টিকিটের জন্য যাত্রীদের অনেকে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে প্ল্যাটফর্মে অবস্থান করছেন। রাতে তারা স্টেশনেই ঘুমিয়েছেন।

কমলাপুরের প্রধান রেলস্টেশন থেকে শুধুমাত্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। শহরতলি কাউন্টারে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। এখানে মোট ছয়টি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। নারী ও প্রতিবন্ধীদের জন্য এবং কর্মচারীদের জন্য দুটি আলাদা কাউন্টার রাখা হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. আফসার উদ্দিন জানান, কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্ম ও জয়দেবপুরে এবার প্রথম ঈদের টিকিট বিক্রি হচ্ছে। ভোগান্তি কমানোর জন্যই এই দুটি স্টেশন বাড়ানো হয়েছে।

ঢাকা বিমানবন্দরে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের, তেজগাঁওয়ে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তনগর ট্রেন ও দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের, ঢাকা ক্যান্টনমেন্টে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের, ফুলবাড়িয়ায় (পুরোনো রেলওয়ে স্টেশন) সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের এবং জয়দেবপুরে বী.মু.সি.ই (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo