• সমগ্র বাংলা

জিতুকে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

  • সমগ্র বাংলা
  • ৩০ জুন, ২০২২ ১৬:০৫:৩৩

ছবিঃ সিএনআই

মশিউর রহমান, সাভারঃ র‌্যাবের হাতে গ্রেফতার শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামী আশরাফুল ইসলাম জিতুকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে আশুলিয়া থানা পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জিতুকে আশুলিয়া থানায় প্রথমে হস্তান্তর করে র‌্যাব সদস্যরা। এর কয়েক মিনিট পরেই তাকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এমদাদুল হক।

পুলিশসূত্রে জানা যায়, শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকান্ডের প্রধান আসামী জিতুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। বিকালের দিকে তাকে আদালতে তোলা হবে। বিচারক তার রিমান্ড মঞ্জুর করলে তাকে হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, অধিকতর জিজ্ঞেসাবাদের জন্য জিতুকে ১০দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। 

 

মন্তব্য ( ০)





  • company_logo