• সমগ্র বাংলা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বৈষম্য দূরীকরণে কর্মসূচি

  • সমগ্র বাংলা
  • ২৯ জুন, ২০২২ ২৩:২৬:৩৮

ছবিঃ সিএনআই

রাশেদ খান,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (বাআবিকফ) আহবানে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি এসএম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম প্রমুখ। বক্তারা বলেন, কর্মচারীদের বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক প্রণীত প্রহসনের অভিন্ন নীতিমালা অনতিবিলম্বে প্রত্যাহার বা সংশোধন করতে হবে। অন্যথায় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

মন্তব্য ( ০)





  • company_logo