• সমগ্র বাংলা

শিক্ষককে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের বাবা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা
  • ২৯ জুন, ২০২২ ১৮:৪৩:১৩

ছবিঃ সিএনআই

মশিউর রহমান, সাভারঃ ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত ছাত্রের বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষক হত্যাকান্ডের ঘটনায় আসামী আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। পরে সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। মামলার প্রধান আসামী জিতুকেও গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।

উল্লেখ্য, গত শনিবার কলেজ প্রাঙ্গণে মেয়েদের ক্রিকেট খেলার সময় দশম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে জখম করে। পরদিন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

একই দিন নিহতের বড় ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য ( ০)





  • company_logo