• সমগ্র বাংলা

মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধের বিষয়ে কর্মশালা

  • সমগ্র বাংলা
  • ২৬ জুন, ২০২২ ১৮:০৫:৩২

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনাজপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা আয়োজন করে উপজেলা পরিষদ।

কর্মশালায় ১৫টি গ্রুপে অংশ নেন আইন প্রয়োগকারি সংস্হা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার দেড়শত প্রতিনিধি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরোজ উল্ল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা নুর হাসান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে আগামীতে সরকারের করনীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের কাছ থেকে লিখিত প্রস্তাব গ্রহণ করেছেন আয়োজকরা।  সামাজিক এবং ধর্মীয় শৃঙ্খলা রক্ষায় মাদক দ্রব্য ব্যবহার বন্ধে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo