• আন্তর্জাতিক

স্পেনের সীমান্ত প্রাচীর অতিক্রমের চেষ্টায় নিহত ১৮

  • আন্তর্জাতিক
  • ২৫ জুন, ২০২২ ১৭:৪২:৫৭

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে অবস্থিত স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশেরে জন্য সীমান্ত অতিক্রম করতে গিয়ে ১৮ জন অভিবাসী মারা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মরক্কোর কর্মকর্তারা বলছেন, শুক্রবার ভোরে পর বিশাল জনতার স্রোত একসঙ্গে সীমানা প্রাচীর অতিক্রম করার চেষ্টা করতে গেলে তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ বাধে। নিহতদের মধ্যে কয়েকজন সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে যান।

এছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্পেন পশ্চিম সাহারা অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মরক্কোর স্বায়ত্তশাসনের পরিকল্পনাকে সমর্থন করার পর দেশটির সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়। মার্চ মাসে স্পেন ও মরক্কোর কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়া শুরুর পর এই প্রথম ছিটমহলে প্রবেশের চেষ্টা করলেন অভিবাসীরা।

সাম্প্রতিক বছরগুলিতে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় বেশিরভাগ সাহারা অঞ্চলের অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে স্পেনের মেলিলা ও সেউটা ছিটমহল।

স্পেনের কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় শুক্রবার কয়েকশ মানুষ বেড়া কেটে ছিটমহলে প্রবেশের চেষ্টা করে। এসময় বেশিরভাগ লোককে জোর করে সরিয়ে দেওয়া হয়। এরপরও শতাধিক অভিবাসী ভেতরে প্রবেশ করেছে।

মন্তব্য ( ০)





  • company_logo