• সমগ্র বাংলা

মানিকগঞ্জের ঝিটকা বাজারে ৪৭ কেজির বাগাড় বিক্রি হলো ৫৬ হাজার টাকায়

  • সমগ্র বাংলা
  • ২৪ জুন, ২০২২ ১৮:১০:০৮

ছবিঃ সিএনআই

শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ৪৭ কেজির একটি বাগাড় মাছ ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকালে মাছটি ঝিটকা বাজারে বিক্রির জন্য আনেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার (পঁচা) ও তাপস হালদার। তাদের বাড়ি উপজেলার বাল্লা ইউনিয়নে। পরে মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করেন তারা।

জানা যায়, গতকাল রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্ট থেকে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বাগাড় মাছটি। তাদের কাছে থেকে শুক্রবার সকালে মাছটি কিনে আনেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার (পঁচা) ও তাপস হালদার। পরে তারা মাছটি ঝিটকা বাজারে এনে কেটে বিক্রি করেন। প্রতি কেজি ১২০০ টাকা দরে মোট ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয় মাছটি।

বাজারে উপস্থিত বিজয় হালদার জানান, এতো বড় মাছ সচরাচর ঝিটকা বাজারে পাওয়া যায় না। মাছটা দেখতে আমার মতো অনেকেই এসেছে।

মন্তব্য ( ০)





  • company_logo