• সমগ্র বাংলা

ভারত থেকে চিটাগুড় আমদানি

  • সমগ্র বাংলা
  • ২৩ জুন, ২০২২ ২২:৩০:৪৩

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ভারত থেকে রেলওয়ে পথে ৪০টি রেকে করে আমদানি করা ১ হাজার ৩৭৫ মেট্রিক টন চিটাগুড় দিনাজপুরের হিলিতে স্হল বন্দর রেলওয়ে স্টেশনে খালাস করা হয়েছে। আজ বৃহস্পতিবার আমদানির বিষয় নিশ্চিত করেছেন হিলির স্টেশন মাস্টার তপন কিমার চক্রবর্তী। চিনি তৈরির সময় কারখানা সুগার মিলে চিটাগুড় পাওয়া যায়।

 এতে ভাড়া বাবদ রেলওয়ের আয় হয়েছে  ৯, লাখ ৬ হাজার ১২৫ টাকা।

স্টেশন মাষ্টার তপন কুমার জানান  বুধবান  বেনাপোল  হয়ে  চিটাগুড়ের বিটিপিএন (৪০টি রেক) হিলি রেলস্টেশনে এসে পৌঁছে। ৪০ টি ট্যাংকে ১হাজার ৩৭৫ মেট্রিকটন চিটাগুড় আমদানি করেছেন

জয়পুরহাট জেলার চেম্বার অব কমার্সের সভাপতি আনারুল হক।  তবে আমদানি করা চিটাগুড় কোন কাজে ব্যবহার করা হবে তা জানাতে পারেননি তিনি।

এদিকে জানতে চাওয়া হলে দিনাজপুরে কর্মরত নাকোটিক্সের কর্মকর্তা হাসিবুল হাসান জানান, গরুসহ গবাদি পশুর খাদ্যে চিটাগুড় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এ্যালকোহল এবং চোলাই মদ তৈরিতে চিটাগুড় প্রধান উপাদান হিসেবে ব্যপক চাহিদা রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo