• উদ্যোক্তা খবর

দিনাজপুরে নারী উদ্যোক্ততাদের অনলাইনে ব্যবসার পন্য প্রদর্শনী, রকমারি পণ্যের সমাহার

  • উদ্যোক্তা খবর
  • ১৭ জুন, ২০২২ ২৩:৪০:৪৮

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন,দিনাজপুরঃ " ঘরে বসেই লাখ টাকার ব্যবসা "শ্লোগানে  দিনাজপুরের প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর গার্লস ক্লাবের নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রদর্শনী (মেলা)। এতে স্থান পায় শাড়ি কাপড় অলংকারসহ রকমারি পণ্যের সমাহার। অনলাইনে ফেইসবুক ভিত্তিক ওই প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা  ছাড়িয়েছে ১ লাখ ১৭ হাজারের মত। 

আজ শুক্রবার বিকাল ৩টায় মেলার উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু।  এসময় উপস্হিত ছিলেন  প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মামুন, ফেসবুক গ্রুপে অনলাইন ব্যবসার উদ্যেক্তা আফরোজা মাহমুদ পর্না এবং আফরিন মৌসহ অন্যান্যরা। 

এতে রকমারি পণ্যের কেনাবেচা চলে রাত ৯টা পর্যন্ত। ক্রেতা বিক্রেতারা  সবাই ছিল বিভিন্ন বয়সি নারী।

ঘর সংসার স্বামী সন্তান সামলানোর পাশাপাশি অনলাইনে শাড়ী কাপড় থ্রীপিচ বিভিন্ন ধরনের অলংকার কসমেটিক এবং মুখরোচক খাবারসহ হাতে তৈরি রকমারি পণ্য সামগ্রী গ্রাহকের কাছে বিক্রির মাধ্যমে রোজগার করে থাকেন গ্রুপের সদস্যরা। এতে সংসারে অর্থের যোগান দেওয়াসহ অনেকে মার্কেটে খুলে বসেছেন শোরুম দোকান ব্যবসা প্রতিষ্ঠান। কর্মজীবিদের চেয়ে কোন অংশে কম নয় একেক জনের মাসিক রোজগারের পরিমান।

অনলাইনে পন্য বেচে লাখ টাকা আয় করেছেন এমন নারী বিক্রেতা লাখপতি ক্রেতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ অর্ধশত জনের হাতে সম্মাননার ক্রেষ্ট তুলে দিয়েছেন আয়োজকরা।

আরো বেশী সংখ্যক উদ্যেক্তা তৈরির আশায় অনলাইনের পাশাপাশি অফ লাইনে ব্যবসা ছড়িয়ে দিতে চাইছেন তারা। 

মন্তব্য ( ০)





  • company_logo