
ফাইল ছবি
সালাহ উদ্দিন,দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দরে চেক ডিসওনারের মামলায় বাসুদেবপুর হাই উল উলুম দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট রফিবুল্ল্যাহ সরকার রফিকুলকে গেল শুক্রবার রাতে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
আজ শনিবার তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষক পদে চাকুরি দেওয়ার কথা বলে শহরবানু নামে একজন নারী প্রার্থীনির কাছে ৪ লাখ টাকা গ্রহন এবং প্রতারনার অভিযোগে তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারিছিল।
জানা গেছে, চিরিরবন্দরের বাসুদেবপুর হাই উল উলুম দাখিল মাদরাসার চাকুরি দেবার আশ্বাস দিয়ে চাকুরি প্রত্যাশি শহরবানুর স্বামীর মাহমুদুল হাসান সুমনের কাছে ২০১৪ সালে ৪লাখ টাকা নেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট রফিবুল্ল্যাহ সরকার রফিকুলকে রফিকুল ইসলাম। গত ১০ জুন শুক্রবার রাত ৯ টায় তাকে উপজেলার শান্তিরবাজারে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ ।
অভিযোগে জানা গেছে, মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট রফিবুল্ল্যাহ সরকার রফিকুল ইসলাম পার্শ্ববর্তী পীরগঞ্জ বাজারের আব্দুল জব্বারের মেয়ে শহরবানুকে চাকুরীর নিশ্চিয়তা দিয়ে তার স্বামী মাহমুদুল হাসান সুমনের কাছে ২০১৪ সালে ৪ লাখ টাকা নেন। পরবর্তিতে চাকুরী দিতে না পাওয়ায় টাকা ফেরত চান ভুক্তভোগির পরিবার। তালবাহানা এক পর্য্যায়ে নিজস্ব একাউন্টের একটি চেক প্রদানসহ স্ট্যাম্পে মুচলেকা দেন তিনি। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকায় চেকটি ডিসওনার হয়। অবশেষে আদালতে মামলা দায়ের করেন প্রতারনার শিকার ভুক্তভোগীনির স্বামী মাহমুদুল হাসান সুমন। বিজ্ঞ বিচারক গ্রেফতারী পরোয়ানা জারি করলে তা তামিল করে চিরিরবন্দর থানা পুলিশ অভিযুক্ত সুপারিন্টেনডেন্টকে গ্রেফতার করে আদালতে তুলে দিয়েছে।
চিরিরবন্দর থানার ইনচার্জ বজলুর রশিদ জানান, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে অভিযুক্ত সুপারিন্টেনডেন্ট রফিবুল্ল্যাহ সরকার রফিকুলকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। কোর্ট পুলিশের ইনচার্জ মনিরুজজ্জামান জানান, আজ শনিবার বিকাল ৪টা পর্যন্ত আদালতে এবিষয়ে কোন শুনানী হয়নি।
মোঃ ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জঃ দেশের দ্বিতীয় বৃহত্...
স্পোর্টস ডেস্কঃ আসন্ন এশিয়া কাপ ক্রিকেট দিয়ে ভারতের জাতীয়...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে আত্মঘাতী হামলায় চার সে...
আন্তর্জাতিক ডেস্কঃ টানা সাড়ে পাঁচ মাস ধরে ইউক্রেনে সামরিক...
মন্তব্য ( ০)