
ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ কাব্য কন্যা- বর্তমান সময়ের অনলাইন মার্কেট এর একটি জনপ্রিয় নাম।
মাত্র দুই বছরেই কাব্য কন্যার কাস্টমার সংখ্যা ৫ হাজারের ও বেশি ।
৫০ লাখ টাকারও বেশি তাদের প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়েছে ।
দেশের গণ্ডি পেড়িয়ে কাব্য কন্যার শাড়ি এবং ড্রেস পৌঁছে গেছে আমেরিকা, লন্ডন সহ প্রায় ১০ টা দেশে।
গত ৬ই জুন হয়ে গেল কাব্য কন্যার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী, রাজধানী ধানমণ্ডির এক রেস্তরায় পরিবার , কাস্টমার আর শুভাকাংখিদের নিয়ে পালিত হলো এই সেলিব্রেশন ।
কাব্য কন্যার স্বত্বাধিকারী নাশিদ নিকিতা বলেন -
“অনলাইন মার্কেট অনেক প্রতিযোগীতার একটা জায়গা, দুর থেকে দেখে অনেক সহজ মনে হলেও , এখানে পরিশ্রম আর ধৈর্য ধরে লেগে না থাকলে টিকে থাকা সম্ভব না ।“
তিনি আরও জানান – “কাব্য কন্যা অল্প সময়ে অনেক এগিয়ে গেছে , আমার ক্লায়েন্টরা আমাদের উপর ভরশা করছে , বারবার আমাদের কাছ থেকে order করছে, আমরা সত্যিই অনেক কৃতজ্ঞ।“
এই অনুষ্ঠানে আমন্ত্রন হয়ে এসেছিল কাব্য কন্যার বেশ কিছু সম্মানিত ক্লায়েন্ট, কেউ কেউ কাব্য কন্যার শাড়ি পরে অনুষ্ঠানে জয়েন করেন, কাস্টমারদের নিয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় সেখানে।
এখনকার সময়ে অনেকেই অনলাইন থেকে কেনাকাটা করতে ভয় করে কিন্তু কাব্য কন্যা পেজ ঘুরে আমরা দেখেছি তারা তাদের কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট এর মান বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে।
কাব্য কন্যার উত্তরউত্তর সাফল্য কামনা করছি।
সঞ্জু রায়, বগুড়া: জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে...
কাফি খান,ময়মনসিংহ: পবিএ রমজানে নিত্যপ্রয়োজনীয় পন্যে...
তোফাজ্জল হোসেন বাবু,পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে জনপ্রিয় ফ্যাশ...
সোহেল রানা, নড়াইলঃ নড়াইলে ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে দশ হাজার ...
মন্তব্য ( ০)