• অপরাধ ও দুর্নীতি

গোপালপুরে জরিমানাসহ পাঁচটি ক্লিনিক সিলগালা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৯ মে, ২০২২ ১৭:০৯:৩০

ছবিঃ সিএনআই

নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারাদেশের সব অবৈধ বেসরকারী হাসপাতাল,  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ বাস্তবায়নে গোপালপুরে জরিমানাসহ পাঁচটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

আজ রোববার দুপুরে গোপালপুর পৌর শহরের বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন গোপালপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় পৌর শহরের দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যমুনা ডিজিটাল হাসপাতাল, পুণ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে অনিকেত আছে তাৎক্ষণিক বন্ধের নির্দেশ প্রদানসহ সিলগালা করে ১৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।  এসময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলিম আল রাজী। গোপালপুর থানার এসআই মো. রবিউল ইসলাম সহ পুলিশ সদস্য।  

মন্তব্য ( ০)





  • company_logo