• সমগ্র বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে নিবন্ধনহীন ক্লিনিক ও হাতুড়ে ডাক্তারকে আর্থিক জরিমানা

  • সমগ্র বাংলা
  • ২৯ মে, ২০২২ ১০:১২:২৪

ছবিঃ সিএনআই

মোহাম্মদ তারেক, চট্টগ্রামঃ সারাদেশে সার্টিফিকেট বিহীন হাতুড়ে ডাক্তারদের চেম্বার এবং নিবন্ধনহীন অবৈধ হাসপাতাল ক্লিনিকের সন্ধান প্রায়ই মিলে। অবৈধভাবে চিকিৎসা প্রধান ও ব্যবসা পরিচালনা করার সময় চট্টগ্রামের বাঁশখালীতে ২ ডায়াগনস্টিক সেন্টার এবং হাতুড়ে ডাক্তারকে আর্থিক জরিমানা করেছে প্রশাসন।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জানায়, গতকাল ২৮ মে, বাঁশখালী উপজেলাধীন বিভিন্ন নিবন্ধনবিহীন ক্লিনিক ও হাতুড়ে চিকিৎসকদের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে  হাতুড়ে ডাক্তার, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার, বাঁশখালী মাতৃসদন ও এপোলো ডায়াগনস্টিক সেন্টারকে সর্বমোট একলক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়, এই সময় একটি   ক্লিনিক সিলগালা করে দেওয়া হয় এবং অন্য ক্লিনিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযানে  উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান।

মন্তব্য ( ০)





  • company_logo