• জাতীয়

‘এখন মানুষ চাইলে তিন বেলাও মাংস খেতে পারে’

  • জাতীয়
  • ২৮ মে, ২০২২ ২৩:২৭:২৫

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “দেশের মানুষ চাইলে এখন তিন বেলা মাংস খেতে পারে।”

শনিবার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভাবনা: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে রেজাউল করিম এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে এই অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।”

প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, “এই খাতে অনেক সম্ভাবনা রয়েছে। এর উপকারভোগী আমরা সবাই। এ খাতে উৎপাদন না হলে দেশে খাদ্য ও পুষ্টির সংকট তৈরি হবে।”এই খাত পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জানিয়েছেন তিনি।

বেকারদের স্বাবলম্বী, উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতি সচল করে উল্লেখ করে তিনি আরও বলেন, “খাবারের একটি বড় যোগান আসে মাংস, দুধ ও ডিম থেকে। তাই এ খাতকে সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন। সৃজনশীলতা নিয়ে এগিয়ে গেলে এ খাতে ভালো কিছু করা সম্ভব।”

মন্ত্রী বলেন, “সাংবাদিকদের একটি লেখা মানুষকে অনুপ্রাণিত করে, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগায়। একটি ভালো সংবাদ থেকে মানুষ উদ্দীপ্ত হয়, উৎসাহিত হয়।”

রেজাউল করিম বলেন, “এই খাতের সম্ভাবনার পাশাপাশি ত্রুটির কথাও গণমাধ্যমে তুলে ধরা হলে তা সরকারের জন্য সহায়ক হবে।”

মন্তব্য ( ০)





  • company_logo