
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ মোড়ে এক বিকাশের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা উদঘাটন করেছে আত্রাই থানা পুলিশ। সিসি টিভি ফুটেজের সূত্র ধরে রুবেল শেখ নামে চোর চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ২৬ মে ঢাকার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর সকালে উপজেলার সাহেবগঞ্জ মোড়ে হ্যালো আত্রাই নামে দোকানের এক শাটার খুলে টাকা ও মোবাইল সম্মিলিত ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে নগদ ৯০ হাজার টাকা, ২৮ হাজার টাকার রিচার্জ কার্ড এবং সাতটি মোবাইল ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ৪ অক্টোবর আত্রাই থানায় একটি মামলা রুজু করা হয়।
শুক্রবার (২৭ মে) বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি জানান, চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ অনুসন্ধানে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার বিপিএম নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাকিবুল হাসান ইবনে রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঢাকার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা থেকে রুবেল শেখকে আটক করেছে।
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস বিশ্বজুড়ে নতুন নতুন উপসর্গে দেখা ...
আন্তর্জাতিক ডেস্কঃ হজ পালনের জন্য পায়ে হেঁটে মক্কায় যাও...
আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কব...
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে ফ্রান্সের...
মন্তব্য ( ০)