• আন্তর্জাতিক
  • লিড নিউজ

গ্যাসের পর রাশিয়ার তেলেও নিষেধাজ্ঞা চায় ইউরোপ

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৪ মে, ২০২২ ১৮:৪০:১২

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। সর্বশেষ রাশিয়ার গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যদিও ইউরোপের কয়েকটি দেশ তাতে সম্মতি দেয়নি।

এবার যুদ্ধ বন্ধের জন্য চাপ সৃষ্টি করতে রাশিয়ার তেলের উপরেও অনুরূপ নিষেধাজ্ঞা আরোপের চিন্তায় আছে ইউরোপের নেতারা। রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার জার্মান টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার দেশটির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক এমন ইঙ্গিত দেন।

তিনি বলেন, নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সবাই সহমত জানিয়েছে। ইইউর ২৭ দেশের জোট স্থির করেছে কয়েকদিনের মধ্যেই রাশিয়ার তেল আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে।

ইউরোপীয় অধিকাংশ দেশ রাশিয়ার তেল ও গ্যাসের উপর পুরোপুরি নির্ভরশীল। হাঙ্গেরি, পর্তুগাল ও জার্মানি শুরু থেকেই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ছিল। তবে ইউক্রেনের যুদ্ধ বন্ধের কোন আভাস না পাওয়ায় এবার জার্মানিও নিষেধাজ্ঞা পক্ষে অবস্থান নিয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo