• সমগ্র বাংলা

টাঙ্গাইলে সরকারি উদ্যোগে পুকুর খনন কাজের উদ্বোধন

  • সমগ্র বাংলা
  • ২০ মে, ২০২২ ১৯:০৩:০৪

ছবিঃ সিএনআই

মোঃ রাশেদ খান মেনন,টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী পাহাড়ীপাড়া  খাস পুকুর পুন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরের জলাশয় সংস্কাররের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের দ্বিতীয় সংশোধনী আওতায় ওই খাস পুকুরটির  খনন কাজ শুরু করা হয়। 

ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের পাহাড়ীপাড়া খাস পুকুর এই খনন কাজের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: আব্দুর রাশেদ । 

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: খাদিজা খাতুন, সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার, সহকারী মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমান মিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো: উজ্জল হোসেন, ইউপি সদস্য মো: শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রানা 'সহ অন্যান্যরা।

ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: খাদিজা খাতুন জানান, জলাশয় সংস্কারের  মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পে সাগরদিঘী ইউনিয়নের পাহাড়ীপাড়া খাস পুকুর পূর্ণ খনন স্কিমের মোট আয়তন : ০.৪০হেক্টর, জল আয়তন : ০.৩৮ হেক্টর। মোট প্রকৃত মাটি খনন কাজের পরিমান : ৩২৫৫.০০  ঘন মিটার  প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। এর আওতায় ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জন সুফল ভোগি রয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo