• জাতীয়

বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন চালু ২৯ মে

  • জাতীয়
  • ২০ মে, ২০২২ ১২:৪৩:০৬

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হচ্ছে ২৯ মে থেকে।  শুক্রবার (২০ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস আগামী ২৯ মে আবারও চালু হতে যাচ্ছে। মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রা করবে। বন্ধন এক্সপ্রেস যাত্রা করবে কলকাতা থেকে।

এছাড়াও নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হবে আগামী ১ জুন থেকে। ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীরা এই ট্রেনের ভার্চ্যুয়াল লঞ্চ করবেন। নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে।

কোভিড-১৯ এর কারণে দুই বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং বর্ডার খুলে  ভারত ভ্রমণে আগ্রহীরা ভিসা জমা দিতে ভিড় করছেন বাংলাদেশের ভারত ভিসা অফিসে। ট্রেন চালু হলে ভারত ভ্রমণের আগ্রহী যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

মন্তব্য ( ০)





  • company_logo