• প্রশাসন

মাদকের সঙ্গে কোনো আপোস নেই- কুড়িগ্রাম পুলিশ সুপার

  • প্রশাসন
  • ১৭ মে, ২০২২ ২২:৫৮:৫৯

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুর থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭ মে) দুপুরে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

অনুষ্ঠানে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্র‍্যাইম এন্ড অবস সুশান্ত চন্দ্র,অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার রৌমারী সার্কেল এ এইচ এম মাহফুজুর রহমান,  রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার,  রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন প্রমুখ।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। যেকোন তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo