• খেলাধুলা

মুশফিককে নিয়ে কোনো সমস্যা দেখছেন না আব্দুর রাজ্জাক

  • খেলাধুলা
  • ১০ মে, ২০২২ ১৮:০৮:৪৭

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের করা মন্তব্যে রীতিমতো শোরগোলই পড়ে গিয়েছিল। গত ৮ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে পাপন জানান, জাতীয় দলে খেলা সিনিয়র ক্রিকেটারদের সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে।

সে মন্তব্যে মুশফিকুর রহিমকে ইঙ্গিত করে পাপন বলেন, ‘রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, আমি নিশ্চিত ওর সিদ্ধান্তও জানা যাবে। ও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করুক। তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততো ভালো। যদি সিদ্ধান্ত না নেয় তো একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’

আজ মঙ্গলবার জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, পাপনের বক্তব্য অযৌক্তিক মনে হয়নি তার কাছে। সঙ্গে নির্দিষ্ট করে মুশফিককে নিয়ে এমন মন্তব্য নয় বলেই মনে হয়েছে রাজ্জাকের কাছে। বিকেএসপিতে সংবাদমাধ্যমকে সে কথা জানান রাজ্জাক।

রাজ্জাক বলছিলেন, ‘পাপন ভাই যেটা বলেছে এটা কিন্তু অযৌক্তিক না। পাপন ভাই কারো নাম ধরে বলেননি। এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। সবাই মুশফিকের কথা কেন বলছে আমি জানি না। মুশফিকের নামতো উচ্চারণ করেননি। আমি আসলে জানি না।’

সঙ্গে যোগ করেন রাজ্জাক, ‘একটা টিমে যেখানে রেসপেক্ট দেওয়া, যেটা আপনি যদি মনে করেন আপনি সিনিয়র ক্রিকেটার, আপনি যদি মনে করেন আপনি এটা, যেটা তামিম করেছে টি-টোয়েন্টিতে, ওর কাছে মনে হচ্ছে। সবাই বলেছে ওকে নেওয়া হচ্ছে না, কিন্তু ও মনে করেছে ওর না খেলা উচিৎ। পাপন ভাই আসলে সেই কথাটাই বলেছেন।’

সম্প্রতি অফ ফর্মে ভোগা মুশফিক ইস্যুতে নির্বাচকদের ভাবনা কী? তাকে কি নির্দিষ্ট কোনো ফরম্যাটে দলের বাইরে রাখার পরিকল্পনা আছে বোর্ডের? তেমনটি অবশ্য মনে করছেন না রাজ্জাক।

রাজ্জাকের জবাব, ‘এখনো আসলে এরকম কোনো কিছু হয়নি। হলে অবশ্যই আমরা কথা বলব। কথা বলতে সমস্যা কিসের? যদি আমার কাছে মনে হয় কোনো একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা দরকার, কোনো সমস্যাই নেই। আমি মনে করি না কোনো সমস্যা আছে। যখন আমরা চিন্তা করব, সিদ্ধান্ত নেব নিশ্চিতভাবে আমরা কথা বলব।’

মন্তব্য ( ০)





  • company_logo