• খেলাধুলা

মিরপুরে এবার বানানো হবে ৪টি নতুন উইকেট

  • খেলাধুলা
  • ০৯ মে, ২০২২ ১৬:২৯:৩৯

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দেশের ক্রিকেটের চলতি মৌসুমের ব্যস্ততা শেষে নতুন মৌসুম শুরুর আগেই কাঠামোগত উন্নয়নের কাজে হাত দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ খুলনা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রামের মাঠ নিয়েও পরিকল্পনা রয়েছে বিসিবির।

তবে সবার আগে শুরু হবে মিরপুর স্টেডিয়ামের কাজ। মাঠের সেন্টার উইকেটের ওপর চাপ কমানোর জন্য এবং সেন্টার উইকেটেই অনুশীলনের অনুভূতি দেওয়ার জন্য নতুন চারটি উইকেট বানানো হবে মিরপুরে। রোববার সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

তার ভাষ্য, ‘আগেই বলেছিলাম এই মৌসুমের পরে বিভিন্ন মাঠের উন্নয়ন কর্মকাণ্ডে হাত দেবো। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা মিরপুরে অনুশীলনের জন্য সেন্টারে চারটা বাড়তি উইকেট তৈরি করতে যাচ্ছি। এই সিরিজটা শেষ হওয়ার পরপরই কাজে হাত দেবো।’

ক্রিকেট বোর্ডের এ সিনিয়র পরিচালক আরও যোগ করেন, ‘আপনারা জানেন, এখানে বিভিন্ন সময় জাতীয় দল ও অন্যান্য দল অনুশীলন করে থাকে। তাতে আমাদের যে সেন্টারে ৮টি উইকেট আছে সেগুলোর ওপর অনেক চাপ পড়ে। তাই লোকাল খেলায় আমরা ভালো উইকেট দিতে পারি না। তাই দুই দিকে ১৬ ফিট করে আরও ৪টা উইকেট আমরা করবো। যেটা অনুশীলনের জন্য ব্যবহৃত হবে।’

এসময় মাহবুব আনাম আরও জানান, রাতে ফ্লাডলাইটের নিচে অনুশীলনের সুযোগ-সুবিধাও আরও বাড়ানো হবে। যাতে রাতের বেলা অনুশীলন করতে হলে সেন্টার উইকেটের প্রয়োজন না পড়ে। বাইরের উইকেটগুলো লাইটের নিচে নিয়ে আসার কথাই বলেছেন তিনি।

মাহবুব বলেন, ‘আরেকটা জিনিস জানিয়ে রাখি, রাতের আলোয় অনুশীলনের জন্য ঢাকা ও চট্টগ্রামের আউটডোর প্র্যাকটিস উইকেটটা আছে সেগুলো আমর লাইটের নিচে আনতে যাচ্ছি। তাতে করে ভবিষ্যতে আর আলোর নিচে অনুশীলন করতে সেন্টার উইকেট দরকার হবে না।’

মন্তব্য ( ০)





  • company_logo