
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনার কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে সমদূরবর্তী রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকালে উলানবাটার স্টেট প্যালেসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহবুব উজ জামান মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনার কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রদূত মাহবুব উজ জামান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সমদূরবর্তী হিসেবে মঙ্গোলিয়ারও রাষ্ট্রদূত।
গত বছরের ২৫ আগস্ট যোগদানের তারিখ থেকে মাহবুব উজ জামানকে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
মাহবুব উজ জামান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালের আগস্টে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।
নিউজ ডেস্কঃ বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক...
মোহাম্মদ জাহিদ, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্প...
বিনোদন ডেস্কঃ বলিউড ভাইজান সালমান খান টিভি অনুষ্ঠানেও সফল...
আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি আর সরবরাহ উদ্ব...
মন্তব্য ( ০)