• প্রশাসন
  • লিড নিউজ

মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের জন্য ফটিকছড়ি থানার বিশেষ উদ্যোগ 

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ২৪ এপ্রিল, ২০২২ ১৬:০৭:১০

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ ফটিকছড়ি থানার সকল মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের জন্য এক ভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ ইবনে আনোয়ার।

এখন থেকে মোবাইল ব্যাংকিং টাকা নিয়ে আর দুশ্চিন্তার কারণ নেই ব্যবসায়ীদের। যে কারো মোবাইল ব্যাংকিংয়ের টাকা নিয়ে চলাচলে সমস্যা বা অন্যান্য যেকোনো সমস্যা হলে সাথে সাথেই পুলিশ গিয়ে সমস্যা সমাধান করবে।

এ ব্যাপারে গত শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলার সকল মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের নিয়ে এক সভা ফটিকছড়ি থানায় অনুষ্ঠিত হয়। 

এসময় ওসি মাসুদ ইবনে আনোয়ার মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাছে ১লাখ টাকা আছে সে টাকা নিয়ে বাড়ি যেতে ভয় পাচ্ছেন, যদি ভয় পান, পুলিশের শরণাপন্ন হলে পুলিশ নিজে গিয়ে আপনাকে নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিবে। এছাড়াও কোন জায়গায় যদি মোবাইল ব্যাংকিং এর টাকা নিয়ে সমস্যা হয় তাহলে সেখানে সাথে সাথেই পুলিশের বিশেষ টিম গিয়ে উপস্থিত হবে।

মোবাইল ব্যাংকিং এর অনেকে ব্যবসায়ী অবৈধ হোন্ডি ব্যবসার সাথে জড়িত সেক্ষেত্রে কি তারা এ সেবার অপব্যবহার করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি  কে বলেন, এটি সম্পূর্ণ অবৈধ এ ধরণের কোন কাজে আমরা সহযোগিতা করবই না! বরং কেউ সুযোগ নিতে চাইলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য ( ০)





  • company_logo