• প্রশাসন

গোপালপুরের যানজট নিরসনে থানা পুলিশের পদক্ষেপ

  • প্রশাসন
  • ০৪ এপ্রিল, ২০২২ ১৫:৫৬:২৪

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করছে গোপালপুর থানা পুলিশ। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যানজট বেড়ে যায়, পৌর শহরে প্রধান চত্বরে ব্যাটারিচালিত ইজিবাইক এবং অটো ভ্যান সহ সিএনজি গাড়ির যত্রতত্র পার্কিং, করার কারণে বিভিন্ন চত্বরে যানজট সৃষ্টি হয়।

যানজট নিরসনে (৪ এপ্রিল) সোমবার সকাল থেকে গোপালপুর থানা পুলিশ উদ্যোগে গোপালপুরের পৌর শহরে প্রধান প্রধান চত্বরে যানজট নিরসনে প্রধান প্রধান চত্বরে তদারকি করেন মো. মোশারফ হোসেন, এসময় সঙ্গে ছিলেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মঈন উদ্দিন বাবু, গোপালপুর ফটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামীম হোসেন অনন্য পুলিশ সদস্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

গোপালপুর থানার ওসি মোঃ মোশাররফ হোসেন বলেন পবিত্র মাহি রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পৌর শহরের লোকজনের আনাগোনা বেড়ে গেছে। তাই যানজট সৃষ্টি হয়, সেই যানজট নিরসনে গোপালপুর থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন পৌর শহরের প্রধান চত্বরে ইজিবাইক ও সিএনজি ড্রাইভার সাথে ফলে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে গোপালপুর থানা পুলিশ।

 

মন্তব্য ( ০)





  • company_logo