• কূটনৈতিক সংবাদ

সৌদির সঙ্গে বাংলাদেশের ২টি সমঝোতা চুক্তি সই হয়েছে

  • কূটনৈতিক সংবাদ
  • ১৬ মার্চ, ২০২২ ১২:২৬:৪৮

ছবিঃ সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দুইটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বুধবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সমঝোতা সই হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক করেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।

পরে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুইটি সমঝোতা স্মারক সই হয়।

যে দুইটি বিষয়ে সমঝোতা সই হয়েছে, সেগুলো-বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক সই। এছাড়া দুই দেশের মধ্যে কাস্টমস সহযোগিতা চুক্তি সই হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ভার্চ্যুয়ালি স্থাপন করেন। এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১৫ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। বুধবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

মন্তব্য ( ০)





  • company_logo