• সমগ্র বাংলা

বগুড়ায় জমি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ০৭ মার্চ, ২০২২ ১৩:৪৩:১৩

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমির ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে রেহেনা আক্তার মিনি (৩০) নামে এক নারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের একজন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামুতপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রেহেনা আক্তার মিনি ওই গ্রামের বুলু মণ্ডলের মেয়ে। 

তথ্যগুলো সোমবার মুঠোফোনে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস। 

স্থানীয়দের বরাতে তিনি জানান, রেহেনা আক্তারের পরিবারের স্বজনদের মাঝে জমির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই ভাগবাটোয়ারা নিয়ে সোমবার সকালে কথা কাটাকাটি শুরু হয়। 

এক পর্যায়ে তর্ক থেকে ওই দ্বন্দ্ব মারামারিতে পরিণত হয়। এ সময় তাদের প্রতিপক্ষরা রেহেনা আক্তারকে উপর্যপুরি ছুরিকাঘাত ও মারধর করে। পরে পরিবারের সদস্যরা আহত রেহেনাকে নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo