• অপরাধ ও দুর্নীতি

পাবনায় আন্তজেলা চোর চক্রের ৭ সদস্য আটক, চোরাই ১২টি ব্যাটারী চালিত অটোবাইক উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৪ মার্চ, ২০২২ ১৭:২৩:১২

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় দুই মাসের ব্যবধানে দুইজনকে হত্যা করে ছিনতায়কৃত দুইটি ব্যাটারী চালিত অটোবাইকসহ বিভিন্ন স্থান থেকে চুরিকৃত ১২ টি ব্যাটারী চালিত অটোবাইকসহ আন্তজেলা চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। গ্রপ্তারকৃতরা হলো, মোঃ সুমন শেখ, বাচ্চু মিয়া,বজলুর রহমান, হাসান আলী, শামীম মিয়া, শরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম।


আজ শুক্রবার (৪ মার্চ) সকালে পাবনা সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গেল বছরের ৬ ডিসেম্বর ও চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী পাবনায় দুইজন ব্যাটারী চালিত অটোবাইক চালক কে হত্যা করে তাদের অটোবাইক ছিনিয়ে নিয়ে যায় দূর্বত্তরা। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে কুষ্টিয়া থেকে সুমনকে আটক করে।

তার স্বীকারক্তি অনুয়ায়ী নিহত দুইজনের অটোবাইক উদ্ধার করে এবং এই চক্রের মূলহোতাসহ আরো ৬জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে আরো ১০টি চোরাই ব্যাটারী চালিত অটোবাইক উদ্ধার করে হয়।

মন্তব্য ( ০)





  • company_logo