
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অবসরে বা কাজের ফাঁকে নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন অনেকেই। চেনা-অচেনা ব্যক্তিদের পোস্টগুলো দেখতে দেখতে সময় বেশ কেটে যায়। কিন্তু অনেক সময় ঘটে উল্টো ঘটনা। নেতিবাচক বা ঘৃণা ছড়ায় এমন মন্তব্যের পোস্ট দেখে মনই খারাপ হয়ে যায় অনেকের। ফলে ছবি ও ভিডিও বিনিময়ের সাইট বন্ধ করে অন্য কাজে মনোযোগ দেন তাঁরা। সমস্যা সমাধানে নেতিবাচক এই পোস্টগুলো নিউজফিডের একেবারে শেষে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইনস্টাগ্রাম।
এক ব্লগ বার্তায় ইনস্টাগ্রাম জানিয়েছে, নেতিবাচক বা ঘৃণ্য মন্তব্যের পাশাপাশি সহিংসতা উসকে দেওয়া পোস্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পোস্টগুলো নিউজফিডের একেবারে নিচে দেখানো হবে। ফলে বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টগুলো দেখতে পারবেন না। নতুন এ সিদ্ধান্তের কারণে তাঁরা আরও বেশি সময় ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন।
নেতিবাচক বা ঘৃণ্য মন্তব্যগুলো একেবারে মুছে ফেলবে না ইনস্টাগ্রাম। তবে ব্যবহারকারীরা যেসব পোস্ট বা অ্যাকাউন্টের তথ্য জানতে বেশি আগ্রহী, সেগুলো আগে দেখানো হবে। একইভাবে তাঁদের অপছন্দের পোস্টগুলো নিউজফিড ও স্টোরিজের একেবারে শেষে দেখানো হবে।
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ডিজিটাল সিকিউ...
মোহাম্মদ জাহিদ, কুড়িগ্রামঃ কুড়িগ্রা...
আন্তর্জাতিক ডেস্কঃ নজিরবিহীর অর্থনৈতিক সংকট এবং সরকা...
মোহাম্মদ জাহিদ, কুড়িগ্রামঃ রেল লাইন...
মন্তব্য ( ০)