• সমগ্র বাংলা

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬০.৪৯ শতাংশ

  • সমগ্র বাংলা
  • ২৪ জানুয়ারী, ২০২২ ১২:৩২:১৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দুই আরটিপিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের ৬০ দশমিক ৪৯ শতাংশ।

সোমবার (২৪ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।

রামেক প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা ধরা পড়ে। মেডিকেল কলেজের ল্যাবে ৩৬৬ জনের মধ্যে রাজশাহীর ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। অন্যদিকে জয়পুরহাটের ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ধরা পড়ে। দুই আরটিপিসিআর ল্যাবের তথ্যমতে রাজশাহীর মোট ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই রাজশাহীর বাসিন্দা।

রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। এর আগে রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪৪ দশমিক ১৯ শতাংশ।

প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মোট ৫১ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৩৫ জন, সন্দেজনক রোগীর সংখ্যা ১৫ ও করোনা নেগেটিভ হয়ে ভর্তি আছেন একজন। গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, যে হারে করোনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তা সত্যিই উদ্বেগজনক। বর্তমানে সংক্রমণ অনেক বেশি, সে তুলনায় মৃত্যু কম। তবে করোনার প্রথম ও দ্বীতিয় ঢেউয়ে মানুষ বেশ সচেতন ছিল। কিন্তু এখন তা নেই। সংক্রমণ এড়াতে হলে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। এর বিকল্প নেই। অন্যথায় সংক্রমণ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo