• সমগ্র বাংলা

সারা দেশে ৫১২টি খাল পুন:খনন ও ২য় ধাপে ৪ হাজার ২৬টি খাল খনন কাজ করা হবে: পানি সম্পদমন্ত্রী

  • সমগ্র বাংলা
  • ২৩ জানুয়ারী, ২০২২ ১৫:২৬:০১

ছবিঃ সিএনআই

মো: মোজাহেরুল কাদের, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক বলেছেন, সারাদেশে ডেলটা প্লানের আওতায় ৫১২টি খাল পুন:খনন করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৭২ শতাংশ কাজ শেষ হয়ে গেছে, এবং ২য় ধাপে ৪ হাজার ২৬টি খাল খনন করা হবে। তবে ২য় ধাপের কাজ শুরু করতে ৩-৪ বছর সময় লাগবে, গতকাল ২১ জানুয়ারী শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্নফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী - নয়াহাট খাল, চরলক্ষ্যাা খাল পুন:খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, শিকলবাহা খাল ছিলনা। পুরোটাই ভরাট এবং অবেধ স্থাপনা ছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করে,করোনার প্রভাব কমে আসলে কর্নফুলীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম আবার শুরু হবে। খনন কাজ শেষ হলে এই খালের পানি জনগন ব্যবহার করতে পারবে।

পাশাপাশি উপজেলার সৌন্দয্য বেড়ে যাবে। করোনায় লোকজনের আয় ও উপার্জন সব কিছু কমে গিয়েছিল, কর্নফুলী নয় শুধু, সারাদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম স্থগিত রেখেছি, নির্বাহী প্রকৌশলী (চট্টগ্রাম পওর বিভাগ-১) তনয় কুমার ত্রিপুরা বলেন, কাজ শেষ হলে জলাবদ্ধতা থেকে পরিত্রান পাবে,বর্তমানে কাজের সার্বিক অগ্রগতি প্রায় ৮১ ভাগ, প্রতিমন্ত্রীর এই পরিদর্শন কালে কর্নফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের  মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক (দক্ষিন-পুর্ব) রমজান আলী প্রামানিক, উপজেলা ইউ, এ, ও সাহিনা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিরিন আকতার, চরলক্ষ্যা ইউ পি চেয়ারম্যন সোলতান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo