• সমগ্র বাংলা

পিরোজপুরে অগ্নিকান্ডে পাঁচটি বসত ঘর ভষ্মিভূত

  • সমগ্র বাংলা
  • ২২ জানুয়ারী, ২০২২ ১৩:৫২:৩৪

ছবিঃ সিএনআই

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর শহরের পুলিশ লাইন সড়কের পাশে ঝাটকাঠী এলাকায় অগ্নিকান্ডে ৫টি বসতঘর ভষ্মিভ‚ত হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, বৃহষ্পতিবার দিবাগত রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই আগুন লাগে। বাড়িগুলো কাঠের হওয়ায় খুব দ্রæত আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির মালিক ইউসুব আলী, ভাড়াটিয়া পুলিশ সদস্য মো: মেহেদী হাসান, মো: আদম আলী, র‌্যাব সদস্য মো: আব্দুর রহমান, আনসার সদস্য মো: মিজান এর নগদ টাকা, স্বর্নালঙ্কার, জরুরী কাগজ পত্রসহ মূল্যবান সকল সামগ্রী পুড়ে গেছে। সকলের দাবি সব মিলিয়ে ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হতে পারে। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জানিয়েছে, অগ্নিকান্ডের খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের ৩ট ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতি তদন্তের পরে বলা যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo