
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের অন্যতম সামাজিক সংগঠন চাটমোহর যুব সোসাইটির উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল।
এ সময় চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ, ডা ওমর ফারুক, ডা. জিল্লুর রহমান, ডা. সারোয়ার আহম্মদ সোহাগ, ডা মিজানুর রহমান, ডা. মতিউর রহমান, চাটমোহর যুব সোসাইটির,সাধারণ সম্পাদক শেখ জাবের আল শিহাব, সাংগঠনিক সম্পাদক সারজিল হাসান মানিক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের আগে হাসপাতালের প্রধান ফটকের পাশে ভেঙ্গে পড়া জিআই তারের বেড়াটি খুঁটি পুঁতে মেরামত করে দেন চাটমোহর যুব সোসাইটির সদস্যরা।
এর আগে এদিন চাটমোহর টেকনিক্যাল বিজনেস ম্যানেজেমন্ট স্কুল এন্ড কলেজ, চাটমোহর পোস্ট অফিসসহ কয়েকটি স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সামাজিক বনায়ন কর্মসুচীর অংশ হিসেবে তাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে বলে জানান চাটমোহর যুব সোসাইটির,সাধারণ সম্পাদক শেখ জাবের আল শিহাব।
লাইফস্টাইল ডেস্কঃ দাঁত সুন্দর ও ভালো রাখার জন্য খাবা...
লাইফস্টাইল ডেস্কঃ বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। স...
আন্তর্জাতিক ডেস্কঃ এক সপ্তাহেরও বেশি সময় তীব্র তাপপ্রবাহ ...
স্পোর্টস ডেস্কঃ আইপিএলের প্রথম পর্বে নিজেদের শেষ ম্য...
মন্তব্য ( ০)