• খেলাধুলা

বাংলাদেশের মাটিতে ব্যাট হাতে ঝড় তুলতে চান কেনার লুইস

  • খেলাধুলা
  • ১৮ জানুয়ারী, ২০২২ ১৮:৪৩:২৫

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পেলেও বিধ্বংসী ব্যাটিংয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সুনাম কুড়িয়েছেন কেনার লুইস। এই ক্যারিবীয় ব্যাটসম্যান প্রথমবারের মতো খেলতে এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন তিনি। আজ (মঙ্গলবার) মিরপুরে প্রথম দিনের অনুশীলনের পর জানান, বিপিএলে ব্যাট হাতে ঝড় তুলতে চান।

এক ভিডিও বার্তায় কেনার বলেন, ‘প্রথমবারের মতো বিপিএল খেলতে যাচ্ছি, এ জন্য আমি উদগ্রীব। এখানে আসতে পেরে ভালো লাগছে। নিশ্চিতভাবেই আপনারা কিছু বিগ হিট দেখতে পাবেন। আশা করছি, সেগুলো উপভোগ করবেন।’

৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৩১টি ম্যাচ। যেখানে তার স্ট্রাইক রেট ১৩০ এর ওপরে। ৪ ফিফটিতে ৩০ ম্যাচে ৬৬৭ রানের মালিক তিনি। ব্যাটিংয়ের ধরনের কারনে কেনারকে তুলনা করা হয় ব্যাটিং দানব ক্রিস গেইলের সঙ্গে। কেনার নিজেও চান সেভাবেই নিজেকে তৈরি করতে।

বলছিলেন, ‘কিংবদন্তির সাথে আমাকে তুলনা করাটা অবশ্যই সম্মানের বিষয়। আমি নিজেকে তার (ক্রিস গেইলের) মতো করে গড়ে তুলতে চাই, দিতে চাই নিজের সেরাটা।’

চট্টগ্রামের তারুণ্যনির্ভর দল আর বাংলাদেশের উইকেট প্রসঙ্গে কেনার বলেন, ‘গতরাতে কয়েক ঘণ্টা দলের সঙ্গে কাটিয়েছি। দলে তারুণ্যর অধিক্য। আমরা একটা দল হিসেবে খেলতে চাই, প্রতিযোগিতায় ভালো করতে হলে দল হিসেবে খেলতে হবে। শুনেছি এখানকার উইকেটগুলো মাঝেমধ্যে মন্থর, মাঝেমধ্যে ফাস্ট হয়। আশা করছি, এ অবস্থার সাথে মানিয়ে নিতে সমস্যা হবেনা।’

মন্তব্য ( ০)





  • company_logo