• বিশেষ প্রতিবেদন

শেরপুরে ইরি-বোরো ধানের চারা রোপনে ব্যস্ত কৃষকরা

  • বিশেষ প্রতিবেদন
  • ১৬ জানুয়ারী, ২০২২ ১৫:১৫:৩০

ছবিঃ সিএনআই

শেরপুর প্রতিনিধিঃ  ইরি-বোরো ধানের চারা রোপনে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের কৃষকরা। সবুজ চারায় দেখছেন আশার আলো।

জানা যায়, দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা ধান উৎপাদনের জন্য খুবই উপযোগী। খাদ্য উদ্বৃত্ত এ জেলার কৃষকরা আমন ধানের ভালো দাম পাওয়ায়
শীত উপেক্ষা করেই শুরু করে দিয়েছেন ইরি-বোরো ধানের আবাদ। সকাল সকাল কোদাল হাতে বের হয়ে পরেন কৃষকরা। ইতিমধ্যে ইরি-বোরো বীজতলা তৈরীর
কাজ শেষ করে ইরি-বোরো চারা রোপনে ব্যস্ত হয়ে পড়েছেন।

এদিকে, বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না থাকায় গেলো মৌসুমে এ জেলার কৃষকরা লক্ষ মাত্রার চেয়ে বেশী মোট ৯২ হাজার ৭শ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করে বাম্পার ফলন পেয়েছিলো। দামও পেয়েছে বেশ ভালো। ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা ধান চাষে খুবই আগ্রহী হয়ে উঠেছে।

শেরপুর সদর উপজেলার চরশেরপুর এলাকার কৃষক আনসার আলী জানান, আমরা এবার আমন ধানের ভালো দাম পেয়েছি। তাই আগেবাগেই ইরি-বোরো
ধানের চাষ শুরু করছি। কামারিয়া এলাকার কৃষক আব্দুর রহিম বলেন, ‘পাহাড়ী ঢল আইসা ফসল নষ্ট করে, তাই আমরা আগাম জাতের ইরি-বোরো ধানের
আবাদ করতাছি। যাতে বর্ষা আসার আগেই ধান কাটবার পাই’।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড: মুহিত কুমার দে জানান, ইতোমধ্যে শেরপুর জেলা জুড়ে ইরি-বোরো ধানের চারা রোপন শুরু করেছে কৃষকরা। কৃষকদেরও প্রত্যাশা আবহাওয়া অনুকুল থাকলে তারা লক্ষমাত্রার চেয়ে বেশী জমিতে ইরি-বোরো ধানের আবদ করবে। আমরা কৃষকদের
নানাভাবে সহযোগিতা করে আসছি।
 

মন্তব্য ( ০)





  • company_logo