• সমগ্র বাংলা
  • লিড নিউজ

কনকনে বাতাস আর ঘনকুয়াশায় দেশ জুড়ে জেঁকে বসেছে শীত

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৪ জানুয়ারী, ২০২২ ১১:২৪:০১

ছবিঃ সিএনআই

আল মাসুদ,পঞ্চগড়ঃ কনকনে বাতাস আর ঘনকু্যাশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাস ও গভীর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝড়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।তীব্র শীতে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না।ফলে তারা চরম বিপাকে পড়েছে।

আজ ভোরে ঘনকুয়াশা থাকায় জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।শীতের হাত থেকে একটু উষ্ণতা পাবার জন্য বাসা-বাড়িতে খর-কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল শাহ জানান,আজ শুক্রবার  (১৪  জানুয়ারী) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৯ দশমিক ০ ডিগ্রিী সেলসিয়াস।

মন্তব্য ( ০)





  • company_logo