• প্রশাসন

পুলিশের উপর হামলা, ৩৮৫ জনকে আসামি করে মামলা

  • প্রশাসন
  • ০৭ জানুয়ারী, ২০২২ ২০:৩৫:৪১

ছবিঃ সিএনআই

ফারুক, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় ৩৮৫ জনকে  আসামি করে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

চাঁপাইনাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর থানর এসআই ওসমান আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনানমা আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওসি আরো জানান, এ ঘটনায় এ পর্যন্ত ১৫ন আটক হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ, গত বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন শরিয়ত আলী।

তার কাছে পরাজিত হন বর্তমান ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, আব্দুল কুদ্দুস সেরাতাল, আনারুল ইসলাম, আনু বাক্কার ও সাদিকুল ইসলাম। কিন্তু পরাজয় মেনে নিতে না পেরে পরাজিত প্রার্থী মনিরুল ইসলাম মনি ও আব্দুল কুদ্দুস সেরাতাল এক হয়ে তাদের শতাধিক সমর্থকসহ লাঠিসোটা নিয়ে বৃহস্পতিবার বিকেলে শরিয়ত আলীর

বাড়িতে হামলা চালাতে যায়। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত শরিয়ত আলীর বাড়িতে হামলার আগেই হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারা ইটপাকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে ৩ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo