• বিশেষ প্রতিবেদন

চাটমোহরে শীত উপেক্ষা করে কৃষকের বোরো চাষ শুরু

  • বিশেষ প্রতিবেদন
  • ০৩ জানুয়ারী, ২০২২ ১২:২৯:৪০

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পৌষের তীব্র শীত উপেক্ষা করে পাবনার চাটমোহরের কৃষকেরা বোরো ধান চাষ শুরু করেছেন। কেউ জমি প্রস্ততে ব্যস্ত, কেউ চারা উত্তোলন করছেন আবার কেউ কেউ জমিতে চারা রোপণের কাজ করছেন। সেচ যন্ত্রের মালিকরা ব্যস্ত জমি গুলোতে সেচ দিতে। উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে সেচ বাবদ সেচ যন্ত্রের মালিকরা চার ভাগের এক ভাগ ধান নেন এ এলাকার কৃষকদের নিকট থেকে। এতে বছরের পর বছর ঠকছেন এলাকার কৃষকেরা।

তারা নির্ধারিত হারে টাকা পরিশোধ করতে চাইলেও অতিরিক্ত লাভের আশায় সেচ যন্ত্রের মালিকরা টাকা না নিয়ে কৃষককে উৎপাদিত ধানের চার ভাগের এক ভাগ দিতে বাধ্য করেন। সেচ যন্ত্রের মালিকদের সিকি (চার ভাগের এক ভাগ) ভাগ নেওয়ার এ প্রবনতায় কৃষকের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

চাটমোহর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো চাষ মৌসুমে চাটমোহরের ১১ ইউনিয়নে ৯,২০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কয়েক দিন হলো চারা রোপণের কাজ শুরুহয়েছে। এ পর্যন্ত এক হাজার দুইশত হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। এ এলাকায় সাধারণত ব্রীধান- ২৮, ২৯, ৫০. ৫৮, ৬৪, ৮১, ৮৪, ৮৯, ৯২, ৯৬ জাতের ধান চাষ হয়। এছাড়া হাইব্রিড এসএল ৮ এইচ, তেজ গোল্ড, দোয়েল, টিয়া ও ব্রাক জাতের ধান চাষ হয়।

উপজেলার বোয়াইলমারী গ্রামের কৃষক আফসার আলী জানান, দীর্ঘ দিন যাবত বোরো ধানের চাষ করে আসছেন তিনি। এ বছরও দুই বিঘা জমিতে ব্রিধান-২৯ জাতের বোরো ধান চাষ করছেন। চারা উৎপাদন, জমি প্রস্তুত, মই দিয়ে জমি সমান করা, চারা রোপন, সার, কীটনাশক, আগাছা পরিষ্কার এবং কাটা বাবদ প্রতি বিঘা জমিতে বোরো ধান চাষে প্রায় ১১ হাজার টাকা খরচ হয়। ধান ভাল হলে প্রায় ২৫ মন হারে ফলন পাওয়া যায়। তবে যারা অন্যের জমি ইজারা নিয়ে চাষ করেন তাদের প্রতিবিঘায় অতিরিক্ত আরো ৮ হাজার টাকা খরচ হয়।

তিনি আক্ষেপ করে বলেন, সেচ যন্ত্রের মালিককে চার ভাগের এক ভাগ ধান ক্ষেত থেকে দিয়ে যেতে হয়। তাদের অংশের ধান ও আমাদের কেটে দিতে হয়। উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত মানেন না সেচ যন্ত্রের মালিকরা। এতে আমাদের অনেক লোকসান হয়।

অন্যান্য কৃষকেরা জানান, সেচ বাবদ নির্ধারিত হারে টাকা দেওয়ার নিয়ম থাকলেও চাটমোহরের সেচ যন্ত্রের মালিকরা তা উপেক্ষা করে সেচ বাবদ চার ভাগের এক ভাগ ধান নিয়ে নেন। প্রায় পুরো চাটমোহরেই এ অবস্থা বিরাজ করছে। চার ভাগের এক ভাগে প্রতি বিঘা জমি থেকে সেচ যন্ত্রের মালিক প্রায় ছয় থেকে সাত মন ধান
পান। এ পরিমান ধানের বাজার মূল্য প্রায় ছয় হাজার টাকা। বিঘা প্রতি কৃষকের নিকট থেকে অতিরিক্ত চারহাজার টাকা মূল্যমানের ধান আদায় করছেন সেচ যন্ত্রের মালিকরা। এতে কৃষকদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ মাসুম বিল্লাহ জানান, চলতি মৌসুমে কয়েকদিন যাবত বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। ধানের দাম ভাল থাকায় বর্তমান সময়ে বোরো ধানের চাষ করে লাভবান হচ্ছেন কৃষক।

উপজেলা সেচ কমিটির সভাপতি ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, চার ভাগের একভাগ ধান নেওয়ার কোন বিধান নেই। সেচ কমিটি সেচ চার্জ নির্ধারণ করে দিয়েছে। অনুমোদন দেওয়ার সময়ই সেচ মালিকদের নির্ধারিত সেচ চার্জ জানিয়ে দেওয়া হয়।কোন সেচ যন্ত্রের মালিক এ বিধান না মানলে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া কৃষকেরা এ ব্যপারে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo