• প্রশাসন
  • লিড নিউজ

উলিপুরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও নির্বাচনী মতবিনিময়

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ১৪ ডিসেম্বর, ২০২১ ১৮:২৭:৪১

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও নির্বাচনি আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৪ ডিসেম্বর) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও নির্বাচনি আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকীব। এসময় উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পায়ঁতারা করলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচনের দিন সকল কেন্দ্রে নিরাপত্তা জোড়দার করা হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

মন্তব্য ( ০)





  • company_logo