• অপরাধ ও দুর্নীতি

মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গহনা জব্দ

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৭ নভেম্বর, ২০২১ ১৯:৩৮:৫৪

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি এক অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি রূপাসহ জাহাঙ্গীর আলম নামে এক পাচারকারীকে আটক করেছে। জাহাঙ্গীর জীবননগর উপজেলার ধোপাখালী নতুনপাড়া গ্রামের আশকার আলীর ছেলে।

এ সময় একই গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহিন আলম ও গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলাম নামে দুই পাচারকারী এ সময় পালিয়ে যায়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, শনিবার সকাল ৯টার দিকে জীবননগর বিওপির হাবিলদার মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা জীবননগর বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের চ্যালেঞ্চ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে মোঃ জাহাঙ্গীর আলম আটক হলেও বাকী দুইজন পালিয়ে যায়। পরে তর মটরসাইকেল তল্লাসী করে ১১ কেজি ৯৯৯ গ্রাম রূপার গহনা জব্দ করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মামলা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo