• সমগ্র বাংলা

টেকনাফে অগ্নিকান্ড : সাত বসতঘর ও এক পানের বরজ পুড়ে গেছে 

  • সমগ্র বাংলা
  • ২৭ নভেম্বর, ২০২১ ১১:৪২:৪১

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ টেকবাফে অগ্নিকান্ডে সাতটি বসত ঘর ও একটি পানের বরজ পুড়ে গেছে। ২৬ নভেম্বর (শুক্রবার)  রাত সাড়ে ১০ টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাইন্নাপাড়ায়  এ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমান বিস্তারিত জানা যায় নি। বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করেন। 

জানা যায়, বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাইন্নাপাড়ার আহমদ উল্লাহর ঘরে পিঠা বানানোর সময় একপর্যায়ে চুলার আগুন বাড়িতে ছড়িয়ে পরে। আগুন লাগার খবর পেয়ে লোকজন এগিয়ে আসতে আসতে একে একে আশপাশের সাতটি ঘর ও একটি পানের বরজ পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া অন্যঘরের মালিক হচ্ছে নুরুল হক, নুরুল ইসলাম, আমিনা খাতুন, নুর মোহাম্মদ, ইমাম শরীফ ও রশীদ আহমেদ। 

আগুন লাগার খবর পেয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও মেম্বার হুমায়ুন কবির ঘটনাস্হল পরিদর্শন করেছেন। চেয়ারম্যান জানান, আগুনে  ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে কম্বল, চাল ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে। প্রাথমিক ভাবে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে৷।

 

মন্তব্য ( ০)





  • company_logo