• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় জমিতেই কৃষকদের গানের প্রতিযোগিতা, পুরস্কার মাথাল-কাস্তে-গামছা

  • সমগ্র বাংলা
  • ২৫ নভেম্বর, ২০২১ ১৮:৩৮:৫৬

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কৃষিকাজে কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং চিত্তবিনোদনের অংশ হিসেবে কুষ্টিয়ার মিরপুরে ধানের জমিতেই অনুষ্ঠিত হয়েছে গান প্রতিযোগিতা।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমন ধান কাটা অবস্থায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের মাঠে কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ‘কৃষিবিডি’ এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ধান কাটারত পাঁচজন কৃষক অংশ নেন। এরমধ্যে তিনজন বিজয়ী হন।

প্রতিযোগিতায় স্থানীয়, নিজেদের লেখাসহ মাঠে কাজ করার সময় গাওয়া বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন প্রতিযোগীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিডির পরিচালক জাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির সচিব কাঞ্চন কুমার। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আমলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সমাজসেবক কামরুল ইসলাম।

কৃষক বিনোদনের ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন কৃষক ইউনুস আলী। এছাড়া পর্যায়ক্রমে কৃষিশ্রমিক লিংকন আলী এবং কৃষক মিজানুর রহমান দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকার করেন।

বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বাঁশের তৈরি মাথাল, ধান কাটার কাস্তে এবং গামছা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য ( ০)





  • company_logo