• প্রশাসন

চাটমোহরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রশাসন
  • ২৩ নভেম্বর, ২০২১ ১৯:২০:০৮

ছবিঃ সিএনআই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আইন শৃংখলা ও সন্ত্রাস নির্মূল কমিটির যৌথ মাসিকসভা ২৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইসাহক আলী মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির, পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এইচ. এম. কামরুজ্জামান খোকন প্রমুখ।

সভায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর থেকে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত ইঞ্জিন চালিত যানবহন এবং মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবার ক্ষেত্রে আন্তঃনগর সড়কে যথাযথ কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে দায়িত্ব পালনকারী আইন শৃংখলা বাহিনী এই নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন। উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনের কাছে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন।

প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলমান আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

মন্তব্য ( ০)





  • company_logo