• শিশু সংবাদ

রাজধানীতে খাবার মনে করে বিষ খেয়ে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • ১৬ নভেম্বর, ২০২১ ১১:১৭:৫৪

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজার নয়াটোলা এলাকার একটি বাসায় তেলাপোকা মারার ওষুধ সেবন করে আমানুল্লাহ আইয়ান নামের ১১ মাসের এক শিশুর মৃত্য হয়েছে। সোমবার (১৫নভেম্বর) রাতে মুমুর্ষ অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদা মো. ফজলু মিয়া জানান, তাদের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হামদিরপাড়া গ্রামে। বর্তমানে মগবাজার নয়াটোলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
শিশু আইয়ানের বাবা রেজাউল করিম প্রাইভেটকার চালক। মা নাজমিন আক্তার গৃহিণী। বাবা রেজাউল কাজে বাইরে ছিলেন। মা নাজমিন দুই ছেলেকে নিয়ে বাসাতেই ছিলেন। বাসায় তেলাপোকা থাকায় তেলাপোকা মারার ওষুধ এনে তোষকের নিচে রেখেছিল।  

সন্ধ্যার দিকে আইয়ান তোষকের নিচে তেলাপোকা মারার ওষুধ পেয়ে খাবার মনে করে খেয়ে ফেলে, পরে বমি করতে থাকে। মা নাজমিন আক্তার টের পেয়ে অন্য স্বজনদের সহায়তায় মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির  ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo