• উদ্যোক্তা খবর

লোহাগাড়ায় সমাজসেবা অধিদপ্তেরের ঋণ বিতরণ

  • উদ্যোক্তা খবর
  • ০৯ নভেম্বর, ২০২১ ১৫:৪৮:৫৯

ছবিঃ সিএনআই

শাহজাদা মিনহাজ লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম লোহাগাড়ায় সমাজসেবা অধিদপ্তেরের আওতায় পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচির ঋণ বিতরণ কার্যক্রম মঙ্গলবার সকালে  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  ৪টি মাতৃকেন্দ্রে ২২ জন মহিলা সদস্যকে ৬ লাখ ৩৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঁইয়া।

ঋণ বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু বলেন, পল্লী উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রণী ভুমিকা অনস্বীকার্য, পল্লী মাতৃকেন্দ্রের মূল লক্ষ্য হচ্ছে গ্রামের দরিদ্র নারীদের ছোট পরিবার গঠনের উপকারিতা, বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, মা ও শিশুযত্ন সম্পর্কে অবহিত করণ। এই ক্ষুদ্র ঋণ কর্মকান্ডের মাধ্যমে আয় বৃদ্ধি ব্যবস্থা করা। পশু পাখির খামার ছাড়াও বাড়ির পাশে ছোট ছোট বাগান করার পরামর্শও দেন তিনি। 

 

মন্তব্য ( ০)





  • company_logo