• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

ফরিদপুরে ২১শ কৃষক পেলেন কৃষি উপকরণ 

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ০৮ নভেম্বর, ২০২১ ১৮:৪৭:৩৭

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রবি/২০২১-২২ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 

সোমবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভার এবং জেলা সদরে চাঁদপুর ইউনিয়নের ২১শ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা দেয়া হয়েছে। এছাড়া ৫ জন কৃষকের মধ্যে অর্ধেক মূল্যে কৃষি যন্ত্রপাতি রিপার, পাওয়ার থ্রেশার ও মেইজ রোলার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে প্রত্যেককে পর্যায়ক্রমে ৫ কেজি মসুর, ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১০ কেজি চীনাবাদাম, ৫ কেজি মুগ, ৬ কেজি পেঁয়াজ এবং ৮ কেজি করে খেসারি দেয়া হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo