• শিশু সংবাদ

আফগানিস্তানে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে নিহত ২ শিশু

  • শিশু সংবাদ
  • ০৪ নভেম্বর, ২০২১ ১৬:৫৪:৫২

নিউজ ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। যদিও সংঘাত-প্রাণহানি থামেনি।  ধারণা করা হয়, দেশটির বহু জায়গায় ভূমি-মাইন ও নানা বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে আছে।

এমনই একটি মর্টার শেল নিয়ে খেলছিল আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের কিছু শিশু। পরে তা বিস্ফোরণ হলে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও পাঁচজন।আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কুন্দুজ প্রদেশে একটি মর্টার শেল বিস্ফোরণ ঘটলে দুই শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। কুন্দুজ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মুতিউল্লাহ রোহানি বলেন, প্রদেশের চর দারা জেলায় এ মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকজন শিশু মর্টার শেল নিয়ে খেলার সময় এটি বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে কুন্দুজের আঞ্চলিক একটি হাসপাতালের প্রধান নাঈম গুল বলেন, আহতদের মধ্যে তিনজন মেয়ে শিশু। এ ছাড়া দুজনের অবস্থা গুরুতর।

মন্তব্য ( ০)





  • company_logo