• শিক্ষা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • শিক্ষা
  • ১৭ অক্টোবর, ২০২১ ১৫:৪৯:১৪

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে সারাদেশে একযোগে ২৬ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩১ হাজার ৯০১ পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিন ইউনিটে রয়েছে ২২ হাজার ১৩ আসন। আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ৩২ হাজার ৪৫৫ পরীক্ষার্থী। হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ১১ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে প্রায় ১২ হাজার বিপরীতে ২৬টি আসনে এক লাখ ৩১ হাজার ৯০১ জন পরীক্ষায় বসছেন।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৭০৮৫ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, মাস্ক ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে এক বেঞ্চে ৩ জন করে বসানো হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীরা জানান, গুচ্ছপ্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে ভর্তি পরীক্ষা অনেক সহজতর হয়েছে। এ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের ফলে, একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০ টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ হয়েছে বলে তারা জানান। 

মন্তব্য ( ০)





  • company_logo